মুজিব আমার শতবর্ষের নওজোয়না
===========
মুজিব প্রাণের হর্ষধ্বনি
পুলক জাগা অভিলাষ
উত্তরণের আহ্বানে
জেগে ওঠা শ্বাস-প্রশ্বাস ।।
মুজিব আমার গন্ধ মাটির
বাঁশ বাগানে চাঁদের হাট
দোলন চাঁপায় প্রাণের হাওয়া
নৌকা বাঁধা পুকুর ঘাট ।।
মুজিব আমার পিতৃ-ধাতা
উজান গাঙ্গের কর্ণধার
ক্ষুধা রাজ্যে ক্লান্ত দেহে
গন্ধে ভরা ভাতের মাড় ।।
মুজিব আমার অর্ঘ পূজার
অনড় প্রাণের মন্ত্রণা
মেঘ আকাশে রঙিন ঘুরি
দেয় যে অগাধ সান্তনা।।
মুজিব আমার সৌর দেশে
আলোয় ভরা দীপ্ত সুখ
মায়ের কোলে শান্ত চিত্তে
ঘুমিয়ে থাকা শিশুর মুখ ।।
মুজিব আমার লক্ষ তারা
গগন চুম্বী ধূমকেতু
খড়স্রোতা নদীর বুকে
পাড়ি দেওয়া যোগ-সেতু ।।
মুজিব আমার শান্ত নীড়ে
পদ্য পাতায় গীত-স্তবক
তারই নামে বিদ্যাযোগে
হয়ে উঠি জ্ঞান স্তাবক ।।
মুজিব আমার প্রেরণাদাতা
কঠিন পথের অশ্বযান
বঙ্গমাতার স্বপ্ন ছেলে
শেখ মুজিবুর রহমান ।।
মুজিব আমার সংগ্রামী বীর
লক্ষ্যে যাবার আলোর পথ
মরণ মেনে যুদ্ধে যাবার
জাগিয়ে দেওয়া দৃঢ় শপথ ।।
মুজিব আমার রক্তে মেশা
দু’চোখ ভরা অশ্রুজল
তারই শোকে কাঁদছে মায়ে
শুকিয়ে মরে জল-কমল ।।
মুজিব মায়ের গল্প কথা
দূর আকাশের নভশ্বর
তিনি জাতির মহান পিতা
তিনিই প্রানের সর্বেশ্বর ।।
মুজিব আমার দুঃখি মায়ের
মুজিব সকল জাতির লোক
আগুন জ্বালা জখম বুকে
কেমনে ভুলি মৃত্যু শোক ।।
মুজিব আমার মুজিব তোমার
মুজিব চির দীপ্তিমান
লক্ষ যুগের অমর তিনি
শতবর্ষের নওজোয়ান ।।
"মুজিব জন্মশতবর্ষ"
মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী)