মৃত্যুর সাথে সংঘাত
-------------
এবারও মৃত্যুর সাথে নিত্য সংঘাত করেই
কবর থেকে জেগে উঠা আমি এক লাশ ;
চোখ মেলে দেখি, এখনও রাত অনেক বাকি
কবরের সেই অন্ধকার আমার চারিপাশ !!
নিদারুন ঝড় সেদিন কেড়ে নিলো সব
অব্যক্ত যন্ত্রণায় ভেঙ্গেছে বুকের পাজর ;
কবিতার শব্দে ফেটেছে করবের মাটি
সজোরে ভেঙ্গেছি তাই বুকে চাপা পাথর ।।
মৃত্যুর চাঁদরে সেদিন ঢেকেছিল স্বপ্নের ভূমি
আকাশ ভরা শূন্যতা নিয়ে ডুবেছিল রবি;
একবুক আশা ধরা দিয়েছিল মৃত্যুর ফাঁদে
স্বপ্নিল চোখে এঁকেছিলাম আলোর ছবি ।।
শুকিয়ে গিয়েছে সেই কবরে গাঁথা ফুল
প্রদীপ জ্বলে জ্বলে নিভে গেল শেষে ;
আতরের গন্ধ যেটুকু লেগে আছে গায়ে
তাই রয়েছে আজ জীবনের সাথে মিশে ।।
মৃত্যুর পথে সংঘাতে রক্ত ঝরেছে দেহে
ধুয়ে দিতে সেই রঙ বৃষ্টি ঝরেছে অবিরত ;
বিশ্বাসের কাছে পরাজিত কবরের মাটি
ক্ষুদ্র জীবনের কাছে মৃত্যুই হয়েছে নত ।।
১৮ এপ্রিল, ২০১৭।
ঢাকা, বাংলাদেশ।