হুহু করে মৃত্যু সংবাদ ভেসে আসে
কান ছাপিয়ে হৃৎপিণ্ডে বিদ্ধ করে সেই খবর;
শোকের পরে শোক-
এই ভার বইবার শক্তি নেই কারো
তবোও সকলের কাঁধে শব করছে ভর ।।
কখন কোথায় থেমে যাবে পথ
অনিশ্চিত জীবন কাঁপে নিরন্তর
মৃত্যু এসে ভিড়েবে আকস্মাৎ
মড়ক, এ যেনো এক মহাশক্তিধর ।
চাতকী মন জীবন চায় উর্ধ্বপানে
দুঃখ-কাতর ভরা অন্তরে;
সকল চেতন বিলাপ করে
মৃত্যুচিন্তা আসে আড়ম্বরে।
মৃত্যুর জন্য খুলে যায় পথ
ধেয়ে আসে রথ-
পায় কি খুঁজে তারা অন্য জগত?
প্রতি মুহূর্তে বাড়ে অঘটন
ঘটে নক্ষত্রের পতত।
পৃথিবী আজ ক্রন্দনের নন্দন
ক্ষণে ক্ষণে আসছে মৃত্যুর বিধান;
সেই লক্ষ্য ছেড়ার সাধ্য আছে কার
অলক্ষ্যে বসে যেজন করছে নিদান !
অভিযোগ দেবো কারে?
কে ঘোচাবে দুঃখ, নেবে কঠিন কার্যভার
এক একটি প্রাণ ঝরে পরার শব্দে
কে থামাবে হৃদয়ের অব্যক্ত হাহাকার ?
তাঁর নিপুন হাতে যেই পথ করে সৃজন
সেই পথ ধরে হাঁটে সুজন-কুজন।
মৃত্যু ছাড়া নেই কোনো গতি
তবুও বাড়ে ভয় মৃত্যুর প্রতি!
হারানোর গভীর শোক দেখা যায়না
আঁকা হয় না কোনো ছবি
তবুও মৃত্যুর শব্দে কবিতা লেখে
শোক প্রকাশে গান বাঁধে কবি।
কত প্রেম-প্রীতি ভরা সংসারে
যদিও সাঙ্গ হয় নাই সৃষ্টিকর্ম
তবুও বিধান মেনে মৃত্যু আসে
আসে শোকের সংবাদ, বলে যায়-
এটিই মৃত্যুর যাপিত ধর্ম !!