মৌনতা
=========
এইক্ষণে, আমি একাকী মনে
মেনেছি মৌনতা ব্রত;
সকলেরে আজ নমি শিরে
নিজেরেই রেখেছি নত।।
ক্রুদ্ধ আকাশে পেতেছি কান
শুনেছি মেঘের গর্জন
ক্ষোভের আগুনে পুড়লো সবই
যা কিছু করেছি অর্জন ।।
শূন্যতা শুধু রয়ে গেল সাথে
তাই নিয়ে যাই ফিরে ;
যা ছিল মনের সুপ্ত বাসনা
ভুলে যাবো ধীরে ধীরে ।।
ধূলিমাখা ঐ সুখের বসনে
শুনেছি পথিকের রব ;
সাজ ঘরে তাই রেখে গেলাম আজ
সকল মহিমা বৈভব ।।
২৭ জুলাই, ২০১৮
তেজগাঁও, ঢাকা, বাংলাদেশ।।