কতবার তার সাধ জেগেছিল মনে
বন্ধ ঘরের দুয়ার যাবে খুলে
দেখবে বাতাস কেমন খেলা করে
ফুলের গন্ধ ছড়াবে এলো চুলে।।
রমণীর রূপ ঢেকে রয় শাড়ীর ভাজে
বউকথাকও পাখি ডাকে বারেবারে
কত যে ব্যথা গোপনে কাঁদে-হাসে
কেউ তো এসে শুধালো না আর তারে।।
পায়ের নূপুর গিয়েছে কবে খুলে
আজ শুধু তার নিঃশব্দ চলাচল
দূর হতে মেঘে চেয়ে রয় মুখ পানে
কফোটা বৃষ্টি মুছে তার আঁখিজল।।
সাধ যত তার দূর আকাশে চায়
মনে মনে ভাসায় সুখের ভেলা
ইচ্ছে ঘুরি পায়না ছুঁতে মেঘ
ঘরের কোণে যায় কেটে তার বেলা।।
মনের ভিতর না বলা যত কথা
আপন মনেই খেলে উঠোন জুড়ে
তার সাথে সে মিলায় যত ব্যাথা
কোন সে বাউল গান গেয়ে যায় দুরে।।
যতবার সে চৌকাঠে রাখে পা
চৌদিকে যেন হাজার বিধিনিষেধ
কে বাঁধলো এমন নীতির বেড়ি
এই সংসারে গড়লো ভেদাভেদ।।
ইচ্ছে করে ভাঙ্গবে ঘরের তালা
আপন মনেই ছুটবে তেপান্তর
মনের কথা বলবে হেসে খেলে
স্বপ্ন দিয়েই ভরবে এবার ঘর।।
২৩ মে ২০১৭।
ঢাকা, বাংলাদেশ।।