আকাশ থেকে অঝোরে বৃষ্টি ঝরে
সূর্য কিরণ ঢালে বিস্ময়ে, থরে থরে
কত নক্ষত্রের পতন ঘটে ধীরে ধীরে
আমি তারেই খুঁজে মরি তাদের ভীড়ে ।।
মাটি ফুঁড়ে জেগে ওঠে বৃক্ষের প্রাণ
নদীর জল বয়ে আনে কত কলতান
বার্তা নিয়ে রানার যে ছুটে অবিরাম
সবখানে খুঁজি তারে, খুঁজি তার নাম ।।
কত ঋতু আসে যায় প্রকৃতির বশে
পাখি ফিরে, গান গায়, আপন সরসে
পথপানে চেয়ে চেয়ে দৃষ্টি হলো ক্ষয়
কবে এই ঘর আমার হবে আলোময়?
পথিকেরা পথ হাঁটে দূর অজানায়
মন ছোটে, মন যদি তারে খুঁজে পায়
না পাই যদি উত্তর, না পাই তার সাড়া
বঞ্চিত হবো আমি, ক্ষীণ, পথহারা ।।