রক্ত নেশায় খেলছে মায়ানমার
বেদন ভারে বইছে বাতাস ভারি
নাফ নদীতে রক্ত ভাসে ক্ষোভের
জ্বলছে আগুন পুড়ছে নরনারী ।।
কোথায় আছেন বুদ্ধ ভগবান
স্বর্গ কপাট বন্ধ কেন আজ
পশুর হাতে মরছে কত প্রাণ
এসব দেখে জাগেনা তাঁর লাজ।।
দুঃখ নাশের তিনিই পরম দাতা
ডাকলে নাকি ঘুচবে মরণভার
লাশের গন্ধ ভাসছে আরাকানে
কখন তবে ভাঙ্গবে চেতন তাঁর !!
রক্তনেশায় ক্রোধে জুলুমবাজ
রাজ্যদ্রোহে ঘাতক দালাল পশু
নাফ নদীতে রক্তে ভেজা লাশ
অস্ত্রাঘাতে মারছে দুধের শিশু ।।
মরণ ভয়ে ছুটছে সকল মানুষ
পশুর ঘায়ে বইছে বুকে রক্ত
মারছে শুধুই অকারণ নির্ভয়ে
নরক পাপী বুদ্ধের সব ভক্ত ।।
হিংসা রোষে বিপন্ন মানবতা
নীরব কেন শক্তিধর ঐ রাজা
ভাঙ্গবে কখন দ্রোহের তলোয়ার
মহাপাপীর দিবে কঠিন সাজা ।।
মানুষ হত্যা করছে যারা সুখে
ভন্ড কপট করছে মহাপাপ
নরকভোগের সইবে দহন জ্বালা
জানেনা তো রক্তের অভিশাপ ।।
অন্ধ বধির বুদ্ধ সকল দেব
আর্তনাদে বইছে বাতাস ভারি
কে তুমি আজ এসো দাঁড়াও রুখে
বন্ধ করো শিশুর আহাজারি ।।
৫ সেপ্টেম্বর ২০১৭
ঢাকা বাংলাদেশ
২০১৭ সালে রোহিঙ্গাদের উপর মায়ানমারের নির্যাতনের বিরোদ্ধে আমার এই কবিতা।