মেতে উঠি নতুন দিনের উৎসবে
---------------
সময় দ্রুত গড়িয়ে যায় অতীতের হাত ধরে
আমি চেয়ে থাকি দিনশেষে সূর্যাস্তের পানে
আবার কখন পূব আকাশে হেসে উঠবে রবি,
ভরে উঠবে উঠোন-চারিপাশ, পাখির কলতানে ।।

নতুন প্রভাতে সূর্যের আলো পুরনো দিনের মতই
কোথাও খুঁজে পাই না তার এতটুকু তফাৎ
মন তবু কেন মেতে ওঠে নতুন দিনের উৎসবে
বাড়িয়ে দিই ভোরের সূর্যের দিকে দুই হাত ।।

নতুন সাজে যতই সাজি, যতই করি কলরব
ভুলতে চাই বেদনায় ভরা অতীতের যত নাম
সব কথা থেকে যায় মনে, গভীর সংগোপনে
জেগে থাকে তবুও পুরনো স্মৃতির এলবাম ।।

পুরনো বছরের গল্পগাথা আজও যা হয়নি শেষ
বয়ে যায় আজও সেই ধারা পুরনোর পথ ধরে
আমার দিন আসে তেমনি দিন যায় একই নিয়মে
কখনো তো ভোরের সূর্যকে দেখিনা নতুন করে ।।

প্রতিদিন প্রভাতে ইচ্ছেরা মেলে দেয় ডানা আসমানে
কখনো দু'চোখে মাখে ধুলোমাখা মেঘ, কখনো বৃষ্টি
আজও তো একই রূপ পাখি ডেকে নিয়ে যায় দুরে
মেঘের আকাশে ঘুরে ঘুরে বেড়ায় চাতকীর দৃষ্টি ।।

চৈত্রের পুরনো সাজ ফেলে, ক্ষনিকের রঙ মেখে সাজি
আড়ালে ঢেকে দিতে চাই বিগত দিনের সকল ব্যর্থতা
আমিও তো খুঁজে পাইনা তথাৎ, চৈত্র কিংবা বৈশাখের
কখনো থাকে উচ্ছল, কখনো নামে গভীর নীরবতা।।

৪ এপ্রিল, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।