মেঘ-কন্যার ভেলা
========
ক্রমাগত মৃত্যুর মিছিলে
বুক ভরে লই নিশ্বাস-
এখানে প্রণয় পাত্র ভরা
প্রাণে প্রাণে জাগে উচ্ছ্বাস ।
এখানে আছে অমলিন ভাব
আছে আনন্দ-কোলাহল-
স্নেহের স্পর্শে জাগে ভক্তি,
কর্মে-মর্মে আনে সদা বল ।।
এখানে আকাশের শূন্যতায়
বসে জোছনার অপূর্ব মেলা-
নীলাম্বরে দুঃখ লুকিয়ে
ভাসে মেঘ কন্যার ভেলা।
দিনে দিনে বেলা বাড়ে
গোধূলির রঙ দিকে দিকে
তবুও আমরা হেসেই বাঁচি
যন্ত্রণা মন্ত্রণা সব হয় ফিকে।