মানবী তুমি, দেবীও তুমি, জগতের মাতা হেরি
কাঙ্গালের দুঃখ ঘুচিয়ে দিলে, ভালোবাসা করে ফেরি ।।
অবাঞ্চিত শিশু পেয়েছে জীবন, পেয়েছে মাতৃক্রোড়
অন্ধজনেরে মমতা ভরে, দেখালে আলোর ভোর ।।
ত্যাগেই জীবন, ত্যাগেই সুগম, ত্যাগেই পুন্য ফল
দেখালে সেই পথ, আর্তজনের, মুছায়ে দুচোখের জল।
পরম মমতায় তুলে দিলে ভাত, ক্ষধার্ত দৈন্য জনে
বাঁচার আশায় ফুটালে হাসি, বিষাদমলিন মনে ।।
সেবার তবে জন্মিলে ভবে, হলে স্বর্গের প্রভাতি
হতাশার ঘোর কাটালে তুমি, পুহালো দুঃখির রাতি ।।
অসহায় জনে করলে আপন, ফিরালে না জাত-ধর্মে
পরম ব্রতে শ্রেষ্ঠ তুমি, দেখালে তোমার কর্মে ।।
মরণ পথের যাত্রীকে তুমি, দেখালে বাঁচার আশা
তোমার আঁচলে পেয়েছে খুঁজে, স্বর্গের ভালোবাসা ।।
মাতৃদেবী-ভুবনেশ্বরী, ”মাদার তেরেসা” তুমি
সেবার কর্ম যজ্ঞে, প্রণমি, মহান ঈশ্বরী তুমি ।।
”মাদার তেরেসা”র জন্মেদিনের শ্রদ্ধা নিবেদন
জন্ম-১৯১০ সাল, ২৬ শে আগস্ট
মৃত্যু-১৯৯৭ সাল, ৫ ই সেপ্টেম্বর।