আমি খ্রিষ্টান; নই মুসলিম, ধর্মের শুধু তফাৎ
হোক হিন্দু কিবা বৌদ্ধ, মানুষ একই জাত ।।
একই স্রষ্টার সবাই সৃষ্টি, সকল জীবের সেরা
কখনো লোভে, পাপ ও মোহে, হই জীর্ণ-জরা ।।
কত যে ঈর্ষা, ঘৃণা বিদ্বেষ, সারাদিন জপি মনে
পাপ কার্যে, কলুষ অন্তরে, বেঁচে রই ক্ষনেক্ষনে ।।
ধর্মের নামে মানুষ মারি, মানুষের করি বিচার
মনুষ্যত্বের বিনাস করি, বুঝিনা ধর্মের আচার ।।
সৌহার্দ্যপূর্ণ গড়ি জীবন, হই আজ ন্যায়ের সাধক
না হই কৃপণ, না করি অনিষ্ট, না হই বিশ্ব ঘাতক ।।
পরমানন্দে সিদ্ধি লভি, মনুষ্যত্বের হোক জয়
সুমতি জ্ঞানে, লভি নিজেরে, হৃদয় না করি ক্ষয়।।
মরণ শেষে মিলবো সবে, একই নাম পরিচয়
মানব ধর্ম জপতে জপতে, পূণ্য হোক সঞ্চয় ।।
আমি খ্রীষ্টান; এটা ধর্ম, না আছে ধর্মের বড়াই
হোক মুসলিম, কিবা হিন্দু, না হোক রক্ত-লড়াই ।।
১৫ নভেম্বর, ২০১৭