মানুষ হয়েও যারা পশুর সমান
দীনের প্রতি যারা করে অবিচার
সরে যাক মন থেকে বিদ্বেষ কালো
দাও প্রভু সেইজনে করুনা অপার।।
অসহায় যেই মুখ বসে থাকে রোজ
মন্দির-মসজিদ-গীর্জার দ্বারে
সব চেয়ে বড় সেই সাধন ভজন
যদি লয় বুকে সেই দুঃখি জনারে।।
যার মন কাঁদে দেখে পীড়িত জনে
তারে তুমি স্থান দাও সব উপরে
যার হাত মুছে দেয় অশ্রু সবার
সেই হোক মহীয়ান সেবার তরে।।
মাটির মানুষ হয় মাটির সমান
ধুলি মাখা দেহকে টেনে লয় বুকে
যার নেই পরিজন আশ্রয় কোনো
একগৃহে ঠাই তবে হোক সুখ-দুঃখে।।
হতাশার মেঘ যার জমে থাকে চোখে
নির্ঘুম কাটে যার তমসার রাত
সূর্যের আলো হবে মুখ ঢেকে কালো
যদি না দুয়ার খুলে ধরি তার হাত।।
মানুষ হয়েও যেন থাকে মনে সাধ
উত্তম হই যেন সব জীবকুলে
দাও প্রভু সব মনে মানব প্রীতি
বেঁচে রই এই গৃহে ভেদাভেদ ভুলে।।
২৪ মে, ২০১৭
ঢাকা, বাংলাদেশ