নিয়ম করেই পৃথিবীর ঘুম ভাঙ্গে প্রতিদিন
ক্ষুধা ও ব্যাধির অট্টহাসিতে ভরে ওঠে ঘর;
কোনো এক সন্ধ্যায় সূর্য্য কি বলে যাবে?
দেখ, শুদ্ধ হয়েছে পৃথিবী,
রাত পোহাবার আগেই থেমে যাবে ঝড়।
থমকে যাওয়া অবসন্ন মন, ক্লান্ত জীবন
শঙ্কায় বিচলিত প্রাণ, যেনো মৃত্যু সন্নিকটে’
হবে কি নিষ্ফল সকল বাহুবল ?
মানায় না কিছুতেই অবলীলায় হার মানা
এঁকে যাই বিশুদ্ধ রেখা ভাগ্য ললাটতটে ।।
ঘাসের উপর ছড়িয়েছি বিশাক্ত জলকণা
মানুষে মানুষে ঘটেছে নিদারুন সংঘাত
তাই, বেড়েছে আর্তনাদ আর প্রকৃতির রোষ;
এবার নিজের সাথেই নিজের যুদ্ধ
এসো, পৃথিবীতে ফিরায়ে আানি স্বস্তি
সকলে হয়ে উঠি বিশুদ্ধ- নির্দোষ ।।