মায়ের বন্দনা
=========
মায়ের সকল কীর্তি সর্বজনবিদিত
সব লোকে লোকে কিবা শাস্ত্রপাঠে
ফুরাবেনা কথন যত কথা গাঁথি
মসজিদ গীর্জা, মন্দির মঠে ।।
রাজার আসন মানিক রতনে গাঁথা
শতোধিক স্নেহ ছোট্ট মাতৃকোলে
সেই স্নেহরস কোথায় পাবো আর
এ মায়ার বাঁধন কেউ কি তা ভোলে !!
পথে পথে খাদ গভীর গিরিসংকট
জগতের সকল শাসন শোষণ ভার
ভয় ভীতি সকলই তুচ্ছ অনুভব
মায়ের কথা যখন শুনি বাবেবার ।।
সংসার সায়রে পরিতোষ অহেতুক
যত সুখ লভি চরণ স্পর্শে তাঁর
মিছে ঘুরে মরি কিবা হই দেশান্তরি
তিনিই সবাকার সব সুখের আধার ।।
তাঁর বাণী আসে উর্ধ্ব গগণ ছাড়ি
সূর্য চন্দ্র সকল পূঁজি দেবী রূপে
মা যেন যুগেযুগে হয় চির মহীয়ান
দিব্যলোক অন্তরে নাম জপেজপে ।।
নিরূদ্যম উদাসীন ব্যথা অনুভবে
মা মা বলে যদি ডাকি অবিরাম
জ্বালাময় সবমোহ হবে অবসান
দেবীসম মাতা তিনি প্রিয় তব নাম ।।
২ আগষ্ট, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।