যে মা আমার দেহের ভিতর
রূপিত করেছে প্রাণ;
তার জন্য আজ আমার
নিবেদিত এই গান ।।
যে মা আমায় গর্ভে নিয়ে
সয়েছে যাতনা শত ;
তার জন্য কাব্যকথা
গেঁথে যাই অবিরত ।।
যে মা আমায় রেখেছে সতেজ
বিলায়ে দুগ্ধ-রস
তার জন্য নিবেদন করি
যত আছে খ্যাতি-যশ ।।
যে মা আমায় দিয়েছে বুলি
দিয়েছে ভাষার সুধা;
তার জন্য সাজিয় রাখি
স্বপ্নে গড়া বসুধা ।।
মা দিবসের নিবেদন