তোরই সাথে থাকবো বলে
ছেড়েছি ঘর বাড়ি -
তোর জন্য হলাম না হয়
একটু অহংকারী ।।
আর জনমের সাধ জাগেনা
তোকে কাছে পেলে -
তোকে পেয়ে ভুলে গেছি
দুঃখ কাকে বলে ।।
সীতার মত তোরই সাথে
করবো বন বাস -
তোর হাতে হউক না হয়
আমার সর্বনাশ ।।
তুই থাকলে রানীর মুকুট
চাইনা মাথার পর -
যতই নামুক আঁধার বনে
সে মোর সাধের ঘর ।।
তুই আমার কৃষ্ণ সখা
আঁচল দিয়ে বাঁধা -
মনে মনে সাজাই মোরে
মন ময়ুরী রাধা ।।
পৃথিবীতে সোনার দেশ
রাজ্য আছে যত-
তোর বুকেতে আসন যেন
স্বর্গ সুখের মত ।।
তোর জন্য পাড়ি দেবো
সাত সাগরের জল -
ভালবাসার এমন ধরণ
কোথায় পাবি বল্ ।।
৭ ডিসেম্বর ২০১৫।