কষ্ট;
আর কিছুক্ষণ পর তোমায় আমি
মৃত ঘোষণা করবো !!
সেই মৃতশরীরে সাথে সমাধী হবে
আমার বুকে জমে থাকা
ঘৃণা ক্রোধ আর তীব্র যন্ত্রণার......
তারপর....
তোমার পচাগলিত শরীরের উর্বরতায়
অঙ্কুরিত হবে আমার দৃঢ় সংকল্পের বীজ
তরতর করে বেড়ে উঠবে সেই বৃক্ষ-
পল্লবিত হবে চৈতন্যের শাখা প্রশাখা-
ক্রমেক্রমে প্রকাশিত হবে সৌরভ
আর সূর্যের তীব্র দহন সরাতে
আমি আশ্রয় খুঁজে নেবো
সেই ছায়া বৃক্ষের তলে.........
২২ জানুয়ারি, ২০১৮
ঢাকা, বাংলাদেশ