বৃষ্টি রানীর " কষ্ট "
কষ্ট তোরে লুকিয়ে রাখবো আমি
মনের কোণে গোপন অন্ধকারে ;
কেউ যেন আর না পায় তোরে খুঁজে
কেউ যেন না চিনতে পারে তোরে ।।

রোজ সকালে পূজোর ঘরে বসে
তোর কথাটি বলবো সবার আগে
এই ঘরে তুই থাকবি হেসে খেলে
ফুল হয়ে রোজ ফুটবি কুসুম বাগে।।

কষ্ট তোরে ডাকবো হরেক নামে
সব ডাকে তুই দিবি জানি সারা
জেগে থাকি কিংবা গভীর ঘুমে
একলা বসেই দিবি পাহারা ।।

যখন আমার দিন ফুরিয়ে যাবে
আর সকলে যাবেই দূরে সরে
হোক না যতই আঁধার কালো রাত
আমার ঘরে একলা রইবি পড়ে ।।

যখন আমার উঠবে সুখের ঘর
সকল বেলা ভরবে হেসে খেলে
সেদিন সুখের মোহমায়ায় পড়ে
কষ্ট তোরে না যাই যেন ভুলে ।।

ভোরের পাখি নাইবা যদি ডাকে
নাইবা যদি উঠে পূবের রবি
আমরা দুজন গাইবো ভোরের গান
সে সুর শুনে ফুটবে আলোর ছবি ।।

তুই হবি মোর সকল বেলার সাথী
তোকে নিয়েই করবো জীবন পাড়
হাসি খুশির গল্প-কথায়-গানে
তোর কথাটা বলবো বারেবার ।।

২১ এপ্রিল ২০১৭
ঢাকা, বাংলাদেশ।