সেদিন আমার বিপক্ষ নিয়েছে যারা
তাদের জন্য দুঃখ হয় ভারি ;
ভেবেছে, আমি নিতান্তই তুচ্ছ,
কেবল দীনহীন এক কর্মচারী ।।
ওরা ভুতের রাজ্যে প্রভুত্ব করে
করে তীক্ষ্ণকণ্ঠে হুকুমজারি,
জানে না একদিন দম্ভ চূর্ণ হবে
নেমে আসবে অদৃষ্টের তরবারী ।।
ভুলে যায় ওরা, মনুষ্যত্বই পরম সাজ
নিজেরে সাজায় মিথ্যে মহারাজা ;
একদিন চিত্তে নামবে ঘোর অমানিশা
রাজকোষে জমবে অভিশাপ আর সাজা ।।
ওরা কেবলই পাষণ্ড, বিবেক পীড়িত
যেনো নরকের কীট তৃণমঞ্জরি ঘিরে;
একদিন রক্তচক্ষুর বড়াই ফুরাবেই জানি
তখন-
এই দীন-হীন কর্মচারীই র'বে
সকলের শিরে ।।