ওরা বলেছিল-
কল্পনা, তুই বেশি দূর যেতে পারবিনা
ঘাসের ডগায় শিশির বিন্দু দেখতে
যেই ঘর থেকে পা বাড়াবি
ভিটেমাটি, রান্নাঘর তোর পথ আগলে দাঁড়াবে ।।
কল্পনা তবু থামেনি-
শিশির শুকিয়ে গেছে তো কি হয়েছে
শুকনো দুর্বা ঘাস তুলে আনলো
দেবতার পায়ে অঞ্জলী দেবে বলে ।।
ওরা বলেছিল-
কল্পনা, তোর আর স্বপ্ন দেখা হবে না
ঘুমচোখে যেই স্বপ্নগুলো ছুঁইছুঁই করবে
অমনি তোর দুধের শিশুটি কেঁদে উঠবে।।
কল্পনা আর ঘুমায়নি, স্বপ্নও দেখেনি,
শুধু শিশুর কপালে নজর টিপটি দেখেতে দেখতে
হারিয়ে গেল সূর্য্য উঠা পূবের আকাশে ।।
ওরা বলেছিল-
কল্পনা, তোর পুকুর ঘাটে যাওয়া হবে না
যেই তুই ঘরের চৌকাঠে পা রাখবি
ঝড় এসে আছড়ে পড়বে তোর উঠোনে ।।
কল্পনার আর নাইতে যাওয়া হলো না
বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করলো
উঠোন ভরে গেল বৃষ্টির জলে
কল্পনা সেই সমুদ্রে মনের সুখে সাঁঁতার কাটলো ।।
কল্পনা থামেনি-কল্পনারা থামতে জানেনা
সকলের ভাবনাকে ভুল প্রমানিত করে
ওরা দিনের পর দিন এগিয়ে যায় উঠোন পেরিয়ে .....
২৫ নভেম্বর, ২০১৬।