****কলমীলতার ঘর****
======
বিলের ধারে কলমী লতার ঘর
পথ চেয়ে যার যায় যে ডুবে রবি
কেমন করে ভুললে তারে তুমি
জলরঙে যে আঁকে তোমার ছবি ।।
কোন পরাণে রইলে আজও দূরে
জলের ধারে সেই যে চালা ঘর
একাই সে ঘর আগলে ধরে বুকে
যতবারই উঠছে ভীষণ ঝড় ।।
বিলের জলে খেলতে আসে যারা
কলমী লতার দুঃখ দেখে রোজ
সবাই অশ্রু ঢালে জলের পরে
তুমি শুধু রাখলেনা তার খোঁজ ।।
দিন গড়িয়ে সন্ধ্যা আসে নেমে
নয়ন ভেজে, মলিন হয় যে রূপ
তোমার জন্য সাজায় বরণ মালা
আপন মনেই পোড়ায় ব্যথার ধূপ ।।
মাটির প্রদীপ জ্বলে উঠোন পরে
বিলটি জুড়েই নামে নীরবতা
সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে ঘর
কলমী লতা বইছে যেসব ব্যথা ।।
তোমার জন্য কাঁদে বিলের ঢেউ
আকাশ ভেঙে ভীষণ বৃষ্টি ঝরে
পাহাড় বেয়ে ঝর্ণা ধারার মত
সকল ব্যথা লুটায় মাটির পরে ।।
তোমার আশায় বিলের ধারে সে
আগলে রাখে সুখের চালা ঘর
একবার এসে দেখে যেও শুধু তুমি
যেদিন তোমার মিলবে অবসর ।।
৫ এপ্রিল ২০১৭
ঢাকা বাংলাদেশ।