প্রিয় কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী-
কবির জন্য অপেক্ষা
=============
সবুজ ঘাসের দেশে বনলতা আমি
খোঁপা বাঁধি কালো এলো চুলে
কোথায় রইলে জীবনানন্দ দাশ
এত খুঁজে খুঁজে তবু রইলে ভুলে ??

পদ্মার নদীজলে কোলাহল জাগে
আমার কবিতার চোখ ছলছল
তোমাকে না দেখে বনলতার রূপে
বিরহের স্রোত যেন বহে অবিরল ।।

রৌদ্রের সব তাপ লাগে আঁচলে
মুছে যায় কারুকাজ ম্লান হয় ছবি
পদ্মার ঘাটে ঘাটে ভিড়ে তরী খানি
দুজনার দেখা বলো কবে হবে কবি ??

উড়ে যায় সব পাখি সাঁঝের বেলা
আমার মনের তবু রয়ে যায় ব্যথা
আর কতকাল বলো রইবো বসে
মুখোমুখি দুইজনে কবো কত কথা ।।

ধুলোমাখা মেঠোপথে হাঁটি দিনরাত
দেখা হবে এই ভেবে তৃষিত নয়ন
চিরতরে গেলে যদি নাই আসো ফিরে
আজ তবে পড়ে থাক সব আয়োজন ।।

মুছে যাক সব ঘ্রাণ, বেদনার ঝড়ে
আর যদি নাই হলো কবিতা লেখা
বসে র’বো আনমনে সেই নদীতীরে
জীবন শেষে কবি পাই যেন দেখা ।।

২২ অক্টোবর ২০১৬।