কবি তোমার একটি কথার তীরে
ভাঙ্গতে পারে অনেক বাঁধার পাহাড়
তোমার সুরে মন মাঝিরা ধীরে
ঝড়ে রমাঝেও করবে এপার -ওপার।।
তোমার ডাকে উঠবে জেগে পাখি
রাত পোহাবে উঠবে পূবে রবি
তোমার কথায় ভরবে আকাশ তারায়
মেঘের দেশে ফুটবে রঙের ছবি।।
তোমার সুরে বাজবে নূপুর পায়ে
ছলাত ছলাত করবে নদীর জল
বিরহীনীর জল শুকাবে চোখে
খুশির ছোঁয়ায় উড়বে বধূর আঁচল।।
কবি তোমার একটি কথার ঘায়ে
মরবে লাজে মানুষ নয় কো যারা
বন্ধ ঘরে উঠবে বিবেক-বোধ
খুলবে মুখোশ জাগবে হৃদয়হারা।।
যেই ছেলেটি লুকিয়ে ঘরের কোণে
মরণ ভয়ে দিক নিশানা ভুলে
তোমার ডাকে ছুটবে ঘরের বাহির
উড়িয়ে নিশান ফিরবে মায়ের কোলে।।
তোমার কথায় গলবে কঠিন প্রাণ
মন্ত্র মুগ্ধ লোকের মুখে মুখে
মঙ্গল আলো জ্বলুক দিকে দিকে
তোমার বাণী বাজুক সবার বুকে।।
৭ জুলাই, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।