কীর্তিময় বাণী
==========
অমোঘ  কীর্তিময় তোমার সুর-বাণী
আরাধ্য দেবতা তরে সাজানো নৈবেদ্য
পূবের আকাশে ছুটে আলোচ্ছটা সদ্য
পরিতোষে নড়ে ওঠে মূর্তি বীণাপাণি;
তরুণ কণ্ঠ ভরে তোমার গীতরসে
কল্লোলিত স্রোতসিনী বহে নদীবাঁকে
প্রস্ফুটিত নবকুঁড়ি সবুজ কুঞ্জশাখে
বাণী-রূপ ছড়ায় কাব্যের নাম-যশে।।

ভক্তি ভরে এই বাণীতে করি বন্দনা
এই বাণীর বীজমন্ত্রে ছড়ানো পথ
সুললিত হয়ে ওঠে সাধকের রথ
হে কবি, সাজাও তোমার যত গ্রন্থনা ।।
এই বাণী আদর্শ, কার্য চির  মহৎ
ঘটে জীবের সমৃদ্ধি, দেখায় সুপথ ।।

মিনু কোড়াইয়া- বৃষ্টিরানী
১৩ জুলাই, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।