শিয়রে জ্বালিয়ে প্রদীপ চলে যায় যে দূরে
রোদন করে সবে শোকে-বেদন সুরে ।
ফুরায় আয়ুষ্কাল ক্ষণ যাত্রাপথে
কে ঐ দূরবাসী, চুপিসারে আসি-
তুলে লয় তারে নীরব যাত্রারথে ।।
দিতে পারে বিদায়
কার বা মনে চায়
তবুও তার রথ চলে অজানায় ।।
ছিল কত সুখ করে ডাকাডাকি
আরও তো ছিলো অজস্র দিন বাকি
কোন্ প্রয়োজনে
মৃত্যু আসিলো ক্ষণে
চলে গেলো তবু সকলেরে দিয়ে ফাঁকি ।।