খবর দিও
==========
খবর দিও আবার যখন একলা হবে
হোচট খেয়ে পড়বে যখন পাহাড়পথে;
কিংবা যখন হাঁটবে একা তপ্ত রোদে
ঠিক তখনই তুলে নেবো মনোরথে ।।

পরিধেয় বেশভূষাতে জমবে ধূলো
ক্লান্ত হয়ে ফিরবে যখন ধূসর সাঁঝে;
দৃষ্টিকোণে কালোমেঘ ফেলবে ছায়া
দেখবে এসে বসে আছি ঘরের মাঝে ।।

ঘরের কোণে কলসীটাতে জল ফুরালে
চাতক হয়ে আকাশ পানে রইবে চেয়ে ;
ঘামে ভেজা শরীরটাকে জুড়িয়ে দিতে
মেঘ নামাবো বৃষ্টি ঝরার গানটি গেয়ে ।।

ভাসা ভাসা গানের কথা উড়বে ঘরে
নাই যদি হয় গদ্য লেখা শূণ্য মনে;
নূপুর হয়ে ছন্দ দেবো কানের কাছে
জড়িয়ে নিতে আসবো আমি ক্ষণেক্ষণে ।।

এপাশ ওপাশ করবে যখন আসবে না ঘুম
নিভুনিভু জ্বলবে প্রদীপ শীত- নিশিথে ;
কপোলজুড়ে জ্যোৎস্না মেখে করবো মায়া
ভরবো পরাণ নিখাদ প্রণয় সুখ অমৃতে।।

যার প্রতিক্ষায় চেয়ে চেয়ে মদির আঁখি
অভিমানে জমবে বুকে পাহাড়সম ;
এ নাম ধরে মনে মনে ডাক পাঠিও
মান ভাঙ্গাতে আসবো ছুটে প্রিয়তম ।।

খবর দিও যদি কখন একলা লাগে
বিমূর্তভাব দেহে মনে বাড়ে দুঃখে;
নিভৃতে সেই পুষ্পবনে বসবো আবার
কবিতাতে মাতবো দুজন পরম সুখে।।

৬ জুন, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।