ক্ষোভের রোপন
===
ক্ষোভ জমা হতে হতে পাহাড়ের মত হয়ে যায়
সূর্য ঢেকে রাখে মুখ
পাথরের গায়ে জমা থাকা অশ্রু
স্থির হয়ে রয়।
বুকের ভিতর মেঘের গর্জন
আর্তনাদ ফেটে পড়ার
শস্য ক্ষেত, সবুজ পাতা
সবখানেই আজ অস্থিরতা
বৃষ্টি বার বার ফিরে যায়
কোথায় এতটুকু নেই শান্তির বাতাস
কেবল ধূধূ করার মাঠের মাঝে
শাস্তির জল ফেলেনা আকাশ
কেবল আক্ষেপ আর ক্ষোভের রোপন হয়
বেড়ে উঠে হতাশা ডালপাল ছড়িয়ে
সবখানে......
৫ আগষ্ট, ২০১৮।
ঢাকা বাংলাদেশ