মদের ডোবার খাটাশ রে তুই
পোঁদ ভরা তোর ঝাল
কথায় কথায় বউয়ের উপর
ঝারিস মন্দ গাল !
জুটলো পেটে কোন ভাগারের
এমন মরণ বিষ
দেহের গড়ন যায়না দেখা
চিকন বাঁশের শীষ।
দিনে দিনে কমছে আয়ু
বাড়ছে মনে পাপ
ভালো কাজের লিখন পড়ন
শেখায় নি তোর বাপ?
কি জাতে যে জাত তুলেছিস
তুই হারামির পুত
নিজের স্বভাব ঘাটের ঘোলা
খুঁজিস পরের খুঁত।
হতচ্ছাড়া সংসারে তোর
নেই তো কোনো দাম
নেশার চোটে যাস তো ভুলে
বাপ- দাদাদের নাম!
মাতলামোতে সেরার সেরা
অকর্মার এক ধাড়ী
মরণকালে জুটবেরে তোর
বিষ্ঠা ভরা হাড়ি।।
রাগের বহিঃপ্রকাশ