খাদিজা ও নারী
................................
খাদিজা শুধুই একটি ক্ষত-বিক্ষত নারীর নাম
যার বুকে এখনও জ্বলছে প্রতিশোধের আগুন
পোড়াতে পারে শত সহস্র বদরুলের কালো হাত
যে হাতে ওদের ধারালো অস্ত্র, যারা করতে চায় খুন ।।

যার কারনে শরীরের রক্ত ঝরছে পথের ধুলায়
কতবার কেদেছে, বাতাস ভারি হয়েছে আর্ত চিৎকারে
বিবর্ণ আর ছিন্ন হয়েছে পরনের রঙিন জামাখানি
খাদিজার শপথ, ঐ নরপশুর জীবন নেবে আজ ছিড়ে ।।

সেদিন সকলেই ছিল নিরব নিশ্চুপ নিষ্ঠুর দানবের ভয়ে
খাজিদার রক্তাক্ত শরীর লুটিয়ে পড়েছিল ব্যথার ভারে
আজ থেমে গেছে চিৎকার, শুকিয়ে গেছে চোখের জল
কেবল রক্তের প্রতিশোধের আগুন জ্বলছে দুচোখ ভরে ।।

যারা মানুষ নয়, মানুষরূপী কলঙ্ক আর নরকের কীট
এবার থামাতেই হবে  ওদের সকল বর্বর নিষ্ঠুরতা
তবেই ঘুচবে জীবনের শঙ্কা, সব পথ হবে নির্ভয়ের
ঝরবেনা দেহে রক্ত,  ভিজবে না জলে চোখের পাতা ।।

সেদিনের সেই রক্তমাখা শরীর আজ তীব্র প্রতিবাদে
গর্জে উঠে আগ্রাসী আক্রমনের বিরুদ্ধে দাড়ায় রুখে
আর নয় ভয়, আর নয় নিরবতা, এবার লড়বেই ওরা
তীব্র ঘৃণা ফেটে পড়ে হাজার খাদিজার চোখে মুখে ।।

ক্ষোভের পাহাড় জমে জমে এবার পাথর হয়েছে মন
কে আর পারে আঘাত করতে, রুখতে নারীর পথ
এক আঘাতেই বদলে গেছে  খাদিজার সমস্ত জীবন
প্রতিরোধের শক্ত দেয়াল গড়বেই, হোক নারীর শপথ ।।

২৪।২।২০১৭