মাগো, তুমি কেমন আছো! ঐ সে তারার দেশে
কেমন করে ঘুমাও মাগো, একলা দিনের শেষে !
ছিন্ন করে সকল মায়া, শূন্য করে ঘর
কেমন করে রইলে পড়ে, কবরের ভিতর !
বিদায় নিয়ে সেই যে গেলে, আর না খুঁজে পাই
তোমার ছাড়া বুকের ভিতর, প্রাণ যেন আর নাই।
কেমন আছো একলা মাগো! জানতে ইচ্ছে করে;
দুঃখ-শোকে ভাঙ্গে যে বুক, মুখটি মনে পড়ে !!
তোমায় ছাড়া সংসার মাঝে, শুধুই নীরবতা
দেয়াল জুড়ে ছবিগুলো, কইছে না তো কথা!
তোমার কথা, তোমার হাসি, ছিলো যে ঘর ভরে
তোমার কথা ভাবলে মাগো, দু’চোখে জল ঝরে।।
তুমি ছিলে গৃহলক্ষ্মী, আন্ধার ঘরের বাতি
তোমায় ছাড়া আর তো মাগো, পোহায় না এ রাতি ।।
আকাশ পানে মেঘের দেশে, তোমায় মরি খুঁজে,
কোন তারাটির মাঝে তুমি, আছো মা চোখ বুজে ?
আর একটিবার ফিরে এসো, মেঘের ভেলায় ভেসে
জড়িয়ে ধরে বলবো মাগো, অনেক ভালোবেসে।।
স্মৃতির ভিড়ে তোমায় ছুঁয়ে, শান্ত করি এই মন
আবার মাগো এসো হয়ে, নিত্য দিনের পবন ।।
বুকের ভিতর জমছে কাঁদন, দুঃখ ব্যথা শোকে
তুমি ছাড়া এই ব্যথা কি, বোঝে অন্য লোকে ?
ফিরবেনা আর জেনেও বুকে, বাড়ে হাহাকার
তোমায় ছাড়া শূন্য এ বুক, ব্যথায় একাকার ।।

৩ জুন, ২০২৩
শনিবার।