কী ভেবেছো পৃথিবী !
এবার বেঁচে যাবে তুমি?
একসময় মহামারী থেমে যাবে
প্রকৃতি শান্ত হবে
মুখের আবরণ খুলে, লকডাউন ভেঙ্গে
ঘর ছেড়ে মানুষ ছুটে আসবে বাইরে
তোমার খোলা বুকের উপর দাঁড়িয়ে
স্বাধীনতার উলঙ্গ নৃত্য করবে তারা
আবার তোমার মুখের উপর থুথু ফেলবে
নোংরা আবর্জনায় ঢেকে দেবে তোমার পথঘাট
বিষ ছড়িয়ে দেবে তোমার ফসলী জমিতে
মাটির উপর বজ্রপাত ঘটাবে
সমূলে উপড়ে ফেলবে যত জীবন বৃক্ষ
সবুজ ঘাসের উপর শিশির জমতে দেবে না কিছুতেই।
ওরা তখন মনুষ্যধর্মকে ধিক্বার জানাবে
হায়েনার মত ঝাপিয়ে পড়বে অসহায় প্রাণীর বুকে
উদ্ধত আঘাতে নির্গত হবে তাজা রক্ত
ওদের উচ্চস্বরে থেমে যাবে শিশুর হাসি
পাখিরা বনছেড়ে আশ্রয় খুঁজবে আকাশে
ততক্ষণে আকাশও কালো ধোঁয়ায় ভরে হয়ে উঠবে
আর বৃষ্টি ঝরতে দেবেনা মাটিতে
শুরু হবে কেবল বজ্রের আঘাত আর ধূলির ঝড়।
কী ভেবেছ পৃথিবী ! এবার বেঁচে যাবে তুমি?
অপেক্ষা করো-
ওরা তৈরি হচ্ছে নতুন রণসাজে
মহামারী থেমে যাবার পর
যুদ্ধ ঘোষণা করবে তোমার সৃষ্টির প্রতি
বিষবাক্য বুলেটের মত বিদ্ধ হবে পাঁজরে
ধ্বংস করবে প্রথিতযশা যত কীর্তি ।।
ধীরে ধীরে ঈশ্বরনিয়ন্ত্রিত শক্তি প্রশমিত হবে
ওরা নিয়মের নিয়ন্ত্রণ তুলে নিবে নিজ হাতে
তোমার বিমল পৃথিবী গুড়িয়ে দেবে
নির্মল বায়ু ভরে উঠবে বিষে
মানুষে মানুষে ছড়িয়ে দেবে ত্রাস
বিশুদ্ধ জলের উপর ভেসে থাকবে অচ্ছুত প্রলেপ।।
কি ভেবেছ পৃথিবী!
এবার তুমি বেঁচে যাবে মানুষের হাত থেকে?
এই মহামারী শেষে যারা বেঁচে থাকবে
তারাই আবার ক্রমাগত বপন করবে মড়কের বীজ
ওরা তোমার চেয়েও শক্তিশালী ভাববে নিজেকে
সকল দেবতার উপরও প্রভুত্ব করবে
ওদের হৃৎপিণ্ড জুড়ে জ্বলবে চিতার আগুন
তোমার জন্য থাকবে না কোনো সমাদর
ওরা মানুষ জাতি-
তোমার বুকে আঘাত আনবেই জন্ম-জন্মান্তর !!