কে আছে আজ এমন পুরুষ, সব পুরুষের সেরা
আবর্জনা সরিয়ে দিয়ে, ভাঙবে রোধের বেড়া ।।
শক্ত হাতে বৈঠা ধরে, করবে নদী পার
সেই পরারে দুখীর গলায়, দুঃখ জয়ের হার ।।
শব্দ দিয়ে করবে জব্দ, জুলুমবাজির খেলা
তার দুহাতে উঠবে নেচে, সত্যরাজের ভেলা।।
তার ছোঁয়াতে কেটে যাবে, অমঙ্গলের রেশ
এমন পুরুষ কে আছে আজ, গড়বে সোনার দেশ ?
এমন মানুষ কে আছে আজ, মায়ের পুত্র ধন
মানুষ নামের সেই মানুষকে, চাই যে আজীবন।।