আমায় নিয়ে কোনো কবি
কবিতা লিখুক -
লিখতে লিখতে মহাকাব্যের
কবি হয়ে উঠুক ।।
কেউ আমার কথা ভাবুক
সকালে ও সন্ধ্যায়-
ধূপারতি জ্বালুক ঘরে
আমার মঙ্গল কামনায় ।।
কেউ ডাকুক পাখির নামে
কিংবা ফুলের নামে
কেউ একটা পত্র লিখুক
ঠিকানা বিহীন খামে ।।
মাঝে মাঝে খুব ইচ্ছে করে
কেউ বৃষ্টি ঝরার বেলায়
দুয়ার বন্ধ করে বসে থাকুক
কেবল আমারই অপেক্ষায় ।।
কেউ জাগুক আমাকে ভেবে
কাক ডাকা ভোরে
শীতের সকালে মালা গাঁঁথুক
বিন্দু বিন্দু শিশিরে ।।
কেউ আমায় চাইতে এসে
ফিরে যাক বারবার
আমাকে পাওয়ার আশা, তবু
ফুরায় না যেন তার ।।
অবশেষে ইচ্ছ করে.........
কেউ শুধু সব কাজ ভুলে
বৃষ্টিতে ভিজুক বারোমাস
কেউ আমায় ভেবে হয়ে উঠুক
শরৎবাবু কিংবা জীবনানন্দ দাশ ।।
৩০ সেপ্টেম্বর, ২০১৬।