নির্মম সেই কাল রাত্রির,
ঘুচেনি এখনও আঁধার
এখনও মায়ের বক্ষ জুড়ে,
চলছে হাহাকার।।
উঠান জুড়ে রক্তের ছাপ,
হায়েনার বিকট থাবা
এখনও মাটির গর্ভ জুড়ে,
জ্বলছে অগ্নি লাভা।।
কারো জীবণ দালাল শকুন,
খাচ্ছে কুড়ে কুড়ে
ন্যায়ের বিচার গুমড়ে মরে,
থাকছে দূরে দূরে ।।
আজও তরুণ দিচ্ছে জীবণ,
জুলুম বাজের হাতে
গুমড়ে মরে স্বাধীনতা,
রক্ত ঝরে পথে ।।
কোথায় আছ বীর বাঙ্গালী,
ওঠাও হাতে অস্ত্র
দেখ ওরা নিচ্ছে কেড়ে,
মা বোনদের বস্ত্র ।।
স্বাধীনতার মান রাখতে,
লড়াই করো হেসে ।।
কালরাত্রির অভিশাপ,
ঘুচাও আবার এসে ।।
২৫ মার্চ ২০১৮
ঢাকা, বাংলাদেশ।