আজও কি মা একলা ঘরে
কাজলা দিদির আশায়
সকাল দুপুর পথটি চেয়ে
সকাল সন্ধ্যা কাটায়। !!
কাজলা দিদির কথা বলে
এখনও গান বাঁধো ?
চোখের জলে বুক ভাসিয়ে
এখনও কি কাঁদো !!
ছোট্ট বেলায় তোমার মুখে
গল্প শুনে শুনে
আমিও যে হাত বাড়িয়ে
ডেকেছি মনে মনে ।।
তোমার মত আমার চোখেও
কত আশা জাগে
কাজলা দিদি আসবে ফিরে
দিন ফুরাবার আগে ।।
বাঁশবাগানটি আজও আছে
চাঁদও ঢালে আলো
শুধু তোমার দুচোখ জুড়ে
নামলো আঁধার কালো ।।
ভেবেছিলাম ফিরলে দিদি
আমরা দুজন মিলে
স্বপ্ন সুখের গড়বো প্রাসাদ
তোমার আঁচল তলে ।।
কোন দেশেতে থাকে দিদি
বলো কিসের ছলে
কোন পরাণে হলো পাষাণ
থাকলো তোমায় ভুলে !!
ভেবো না মা কাজলা দিদি
আর যদি না ফেরে
যতন করে তোমায় আমি
রাখবো বুকে ধরে ।।
কাজলা দিদির সকল অভাব
করবো পূরণ আমি
সারা জীবন রইবো পাশে
আর কেঁদনা তুমি ।।
১৭ আগষ্ট ২০১৬ ।
(কবি যতীন্দ্রমোহন বাগচীর “কাজলা দিদি” কবিতা অবলম্বনে আমার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র)