জগত্তারিণী- কামিনী রায়, তুমি সুন্দরতম!
কবিরূপে মহিয়ান, তোমারে নমঃ
সুখ-দুঃখ বোধে গেথেছ অন্তরমম।
কত আলোক বাণী প্রকাশিলে কাব্য কথনে
রেখেছ বাংলারে সম্মানে-যতনে।
তুমি সুদীর্ঘ পথে হয়েছ কাণ্ডারী
কবিতার ছাঁচে সাজাইয়া নিজেরে, হে বঙ্গনারী।
কত বেদনা ছবি, হাসি কান্নার কথা
কবিতার বুননে, ছড়িয়েছ যথাতথা
তুমি রাজশ্রী-ভরেছ হৃদয় নিরন্তর কল্যানে
কী মহিমা বহে, তোমার বাণীর সুমধুর তানে!
তুমি নন্দিনী-কবিতার রানী
শোকের মাঝেও দিয়েছ মুক্তির বাণী।
তুমি শক্তিমতি! ধৈর্যের সারথী
তোমার কাব্যে জাগায় স্পন্দন, জাগে সুপ্ত রাতি।
জগত্তারিণী- কামিনী রায়, তুমি সুন্দরতম!
কবিতারে তুমি রচিলে, প্রাণের সন্তান সম!
ভরে থাক অমৃত পথ তোমার কাব্য রসে
ধুপের সুবাস ছড়িয়েছ যেনো মাধুর্যে-হরষে ।
তোমার শিক্ষায়-দীক্ষায় জাগে প্রাণের আশ্বাস
তোমার জন্ম আস্বাদিত হোক,
থাকুন নির্মল চারিপাশ ।
তুমি মৃত্যুহীন প্রাণ
তোমার কবিতার জঠরে জন্ম হোক আলোকিত শিশু
যেনো স্বর্গের যীশু-
তুমি থাকো হয়ে চির মহিয়ান!
কামিনী রায়
জন্মঃ অক্টোবর ১২, ১৮৬৪
মৃত্যুঃ সেপ্টেম্বর ২৭, ১৯৩৩