মরণ এ ঘুম ভাঙ্গলে এসে
রাঙালে মন মুগ্ধ রাতে
কি যে বাঁশি বাজলো বুকে
সুখের অশ্রু ঝরলো পাতে ।।
ইচ্ছে হলে থাকো দূরে
ইচ্ছে হলে বুকে ধরো
কি যে মায়ায় বাঁঁধো সুরে
মন বিষাদে কাঁঁদিয়ে মারো ।।
তোমার জন্য বাঁচি আমি
সর্ব কালের যুগী সাজি
ধ্যান ও জ্ঞানে তপোবনে
নিত্য তবু তোমায় পূজি ।।
নীল কণ্ঠ পাখির সুরে
মনের বীণায় যে সুর বাঁধি
দিন ফুরালো, গান ফুরালে
তোমায় পাবার জন্য কাঁদি ।।
৮/৯/২০১৭