ঘুম ভাঙ্গার পরই সচেতনতায় যেই আলোভরা নিঃশ্বাস টুকু টেনে নিলাম তাকেই শ্রদ্ধামন্ত্রের মত হৃদয়ে ধারণ করলাম। ।
বিছানা ছেড়ে মাটিতে পা ফেলতেই নরম মাটি থেকে মমতামাখা এক শক্তি অনুভূত হল পুরো শরীর জুড়ে; শ্রদ্ধায় মাটিতে নুয়ে এলো মাথা।
বারান্দায় নামতে নামতে কানে ভেসে এলো ভোরের কুয়াশা মাখা বাতাসের ঝিরঝির শব্দ। সেই শব্দের সাথে আমার বাকযন্ত্র মিলে তৈরি হলো ভোরের মোহনীয় সুর।
ঈশ্বরকে দেখতে পাইনা তাতে আক্ষেপ নেই এতটুকুও;
এই যে আলো-বাতাস আর মাটির মমতায় বেঁচে থাকি, এরাই আমার জীবনদায়ী ঈশ্বর হয়ে ওঠে প্রতিদিন।।