কবিতা: জীবন পাত্র

পশ্চিমে ডুবে যাওয়া সূর্যের পানে তাকিয়ে
অপেক্ষায় কাটে সারারাত ;
ভাবি, এই অশান্ত পৃথিবীর অন্ধকার ঠেলে
ফিরে আসবে তো প্রভাত ?

বিপদসংকেত বাজিয়ে যায় বেণু
বুক ভরে যায়  ব্যার্থ রোদনে;
খণ্ডিত করে যারা ঈশ্বরের বিধান
বাতাস ভরে তার মৃত্যু-ক্রন্দনে।।

অজস্র প্রাণ আজ ব্যাধি-পীড়ায় জীর্ণ
ক্রমশঃ নীরস সতেজ উদ্যান
কবে ধূয়ে যাবে বৃষ্টিতে যত পাপাচরণ
হবে পৃথিবীর চির কল্যাণ ।।

কোন গ্রহ থেকে এলো অদৃশ্য মড়ক
বুকের ভিতর অঙ্কিত করে সংশয়
ভারাক্রান্ত নড়বড়ে জীবন পাত্র
আশায় থাকে-
স্রোত কেটে কূল পাবে নিশ্চয় !!


বৃষ্টি রানী
মিনু গরেট্টী কোড়াইয়া