আকাশ পথে উঠলো ভীষণ ঝড়
আভাস পেয়ে মুখ লুকালো শশী
হঠাৎ হাওয়ায় নিভলো ঘরে বাতি
অন্ধকারই হলো আমার অংশী।।
হয়তো আমার রাত পোহাবার আগে
ফুরিয়ে যাবে মনের যত ভাষা
প্রাণের বীণায় সুর হবেনা সাধা
নিঃশব্দে ভাঙবে সকল আশা।।
ভোরের আলো পড়বে যখন ঘরে
দেখবে এমুখ বইছে ব্যথার ভার
দূরের আকাশ রইবে আরো দূরে
সূর্য তখন মুখ ফেরাবে তার।।
ঝড় ফুরালে উঠবে তারা জেগে
রাতের স্বপ্ন খুঁজবে আমার চোখে
সারা গায়ে জোছনার রঙ মেখে
মলিন মুখটি রইবে পড়ে শোকে।।
সূর্য আমার আর হবে না দেখা
ভয়েই যদি মরি ঝড়ের রাতে
রোজ সকালে একটি নতুন দিন
সাহস করে তুলেই লবো হাতে !!
আকাশ পথে উঠুক ভীষণ ঝড়
জানি শেষে মিটবে ঝড়ের রাতি
যে গেয়ে যায় দুঃখ ভোলার গান
হবো আমি সেই পথিকের সাথী।।
মাটির প্রদীপ নিভে যদি ঝড়ে
ভাঙ্গুক বেড়া উড়ুক ঘরের চাল
তবু আমি রইবো আশায় জেগে
শক্ত হাতে ধরবো ঝড়ে হাল।।
৬ মে, ২০১৭
ঢাকা, বাংলাদেশ