যীশুর আগমনী গান
--------------------------
আমার এ দু’চোখ যেন
আকাশের দুটি তারা –
সারা রাত্রি বেথলেহেমে
দেয় যে পাহারা ।।
মন পড়ে রয় ছোট্ট যীশুর
চরণ দুটি চুমে –
আজকে আমার দু:খ ব্যথা
থাক না সকল ঘুমে ।।
রাত্রি যতই হউক কালো
ভয় তো কিছু নাই -
একটু ঠাই বেৎলেহেমে
যদি খুঁজে পাই ।।
আর কোথাও যায় না ফেরা
যীশুর দেখা পেয়ে –
শীতের রাত্রি মেতে উঠুক
আগমনী গান গেয়ে ।।
যাক না আজ সব হারিয়ে
আশা বেঁচে থাক –
মনরে বলি, সব ভুলে যা
গোয়াল ঘরেই থাক্ ।।
সত্যি আমার চোখ দুটো যদি
হতো আকাশের তারা-
শীতের রাতে শিশু যীশুকে
দিতো যে পাহারা ।।
২৪ ডিসেম্বর ২০১৫ ।