জাগরণ
======
কোন্ বেদনায় নিশ্চুপ আজ কবি
শুনতে না পাও শব্দ দিকে দিকে ;
যাচ্ছে ক্ষয়ে ন্যায্যতারই  বিধান
নৈতিকতা বিবর্ণ আর ফিকে ।।

কোথায় তোমার প্রকট কণ্ঠস্বর
অধর্ম আর পাপকে করবে নাশ;
ওরাই তোমার গর্ব নিলো কেড়ে
দম্ভ ভরে করছে ওরাই ত্রাস ।।

চতুর যত ফন্দিবাজের দল
খাতার পরে দিচ্ছে কালি মেখে;
আওয়াজ তুলে কলম ধরো হাতে
পিষ্ট ওদের পায়ের তলে রেখে ।।

কে সে তোমার রুদ্ধ করলো দ্বার
জমলো বুকে এতই অভিমান;
সাহস ধরো আমরা আছি সাথে
চালাও এবার ন্যায়ের অভিযান ।।

কারা তোমার ভাঙ্গলো বসত ঘর
থামিয়ে দিলো শব্দের আলোড়ন;
পথের পরে দাও ছিটিয়ে এবার
শব্দ যত,  ঘটুক জাগরণ ।।

যেই বেদনায় রইলে কবি চুপ
যার  ভয়ে আজ হলে নিরুদ্দেশ
তুমিই পারো ভাঙ্গতে রোশের তালা
জাগলে তুমি বাঁচবে তবে দেশ ।।

২ মে, ২০১৮।
ঢাকা, বাংলাদেশ।