জাগো হে কবি !
(পল্লী কবি জসীম উদ্দীন স্মরণে)
পল্লী কবি জসীম উদ্দীন, লিখছি তোমায় আজ
দেখেছি তোমার ভাঙ্গাবেড়ায়, সবুজের কারুকাজ ।।
তোমার স্মৃতি, তোমার কথা রয়েছে চারিধার
তুমি বিস্ময়! মানবপ্রেমী, বাঙ্গালীর অহংকার।
লিখছি যত ভাবছি আরও, কোন্ সে জাদুর গুনে
লক্ষ প্রাণের মনের কথা, কবিতায় গেছ বুনে।।
যতবার তোমায় দেখতে চাই, মুখটি ভাসে মনে
কৃষক, মজুর, রাখালের হৃদে, রয়েছ সংগোপনে ।।
শনশন করে বায়ু বয় সেথা, পাখিদের কোলাহল
বৃষ্টি ঝরে পাতায় পাতায়, চোখ করে ছলছল ।।
কত যে দুঃখ গেঁথে তুলেছ, ছিন্ন পাতার পরে
সকলের কথা সোনা-অক্ষরে, সেজে আছে থরেথরে ।।
কত কান্না প্লাবিত হয়েছে, তোমার সকরুণ চোখে
কত যে গীত রচেছ তুমি, মানুষের দুঃখ-শোকে
তোমার কথা লিখবো বলে, মনকে দিয়েছি নাড়া
সকরুন সুরে ডাকি যে কত, দেবে কি তুমি সাড়া ।।
ফরিদপুরে সেই বাড়িটির, ঘুমায় চারিধার
জাগো হে কবি, এনেছি পুষ্প, কণ্ঠে মনিহার।।