পৃথিবীর বিপর্যয় যার এক ইশারায় থেমে যায়
জানি না সে কি করে ঘুমায়!!
তার কি নেই বোধ, নেই দয়া মায়া-
নাকি যাকে ডাকি, সে কেবলই ছায়া?
এড়িয়ে বাঁচে, ভোলে সকল দায় !!
এত হাহাকার, এত রক্তের খেলা
দিনের আলোতে ডোবে অন্তিম বেলা-
যারে জানাই আকুল আবেদন-
সেকি ভ্রম! এত দহন, এত উৎপীড়ন-
উপাসনার মিথ্যা হয় অয়োজন।
ঘৃণাভরে দেখি পৃথিবীর শোক
মৃত মানবতায় ডুবেছে অধিলোক।
ভাবি কেন জন্ম তব নরকুলে?
বিবেক উঠেছে ফুসে-ফুলে
তবুও ডাকি তোমায় সব ভুলে-
কোনো এক প্রভাতে, হে ভগবান
ইশারা আসুক তোমার হাতে
থামুক যুদ্ধ, ভাঙ্গুক তীর্যক বান !!
যুদ্ধ ত্রাসে বিরান পৃথিবীর ভূমি
তবুও ঈশ্বর কেন নিশ্চুপ তুমি?
সহস্র প্রাণ মরে পরে আছে থরেথরে
শিশুর কান্নায় মাটিও ওঠে নড়ে-
যদি নাই পারো থামাতে রক্তের বিদ্রোহ
যদি স্থির না হয় উত্তাপের কলহ
তবে উপাস্য তুমি কিসের তরে !!
তুমি ছাড়া নির্ভর করিনা কারো কাছে
সকল শক্তি কেবল তোমারই তো আছে
যারা উন্মত্তের মত প্রাণ নেয়ে কেড়ে
বিনা দণ্ডে দেবে কি তাদের ছেড়ে?
দিলে তুমিই দেবে মানুষের প্রাণ ভিক্ষা
ভাঙ্গো ওদের দম্ভ, বদলাও কলুষ শিক্ষা
আমরা তো নিয়েছি মানবতার দীক্ষা!!
অর্ধর্ম আর পাপে ভরে গেছে জগত
যেনো সুগম হয়েছে নরকের পথ
এত যুদ্ধ এত বিগ্রহ, নিন্দিত ধরাধামে
কি করে ঘুমাও তুমি নিভৃত বিশ্রামে?
নরকের পিশাচ আজ জগতের ত্রাশ!!
জাগো ঈশ্বর! করো সকল দুর্মতি নাশ।