ঋণ
শুধু একদিন ভালবেসে
আমায় এতটাই ঋণী করলে ;
এখন প্রতিদিনের অবহেলা-
প্রতিদিনের নিরবতা -
আমায় দগ্ধ করে ;
তবুও আমি তোমায় ছাড়তে পারিনা ।।
একদিন বৃষ্টির জলে ভিজতে
আমায় বাইরে ডেকেছিলে ;
এখন বৈশাখি ঝড়ে-
কিংবা মেঘের গর্জন শুনেও
একলাই পড়ে থাকি বাইরে;
কিছুতেই আর ঘরে ফিরতে পারিনা ।।
শুধু একদিন কাছে ডেকে
রানীর মুকুট পড়িয়েছিলে মাথায়;
এখন সেই মুকুটের ভার
আমায় ক্লান্ত করে-
আহত করে-
রক্ত ক্ষরণ হয় প্রতিনিয়ত;
তবুও এ ভার আমি ফেলতে পারিনা
শুধু নিজেকে ঋণী ভেবে ......
৩০ অক্টোবর, ২০১৬।