হয়তো এমন হতে পারে
--------
হয়তো এমন হলেও হতে পারে
আর কখনো ফিরবো নাতো ঘরে
সাঁঝ পেরিয়ে নেমে আসবে রাত
পড়ে রইবো একাই পথের পরে।।

এমনি করে আর পাবে না কাছে
শুনবে না আর আমার কথা গান
সেদিন আমি  সন্ধ্যা তারার মতই
রইবো দূরে যেথায় ঐ আসমান ।।

হয়তো সেদিন উঠবে পূবের রবি
আমার তবু জাগবে না দুই আঁখি
রাতের নিদ্রা ভাঙ্গতে এসেও জানি
ফিরে যাবে রাত জাগা সেই পাখি ।।

সেদিন বন্ধু আর ডেকো না আমায়
পড়লে মনে খুঁজো স্মৃতির ভীড়ে
আলোর আকাশ ভরবে কালো মেঘে
তোমার আঁখি ভিজলে নয়ন নীরে ।।

যে নাম ধরে ডাকতে কাছে রোজ
পড়লে মনে ডেকো সে নাম ধরে
যদি  ঢাকে আকাশ কালো মেঘে
বৃষ্টি হয়েই ঝরবো তোমার ঘরে ।।

হয়তো এমন হলেও হতে পারে
পথের পরেই থাকবো আমি পড়ে
আর কখনো দেখবে না মোর ছায়া
উঠোন পরে কিংবা পুজোর ঘরে।।

৪ এপ্রিল, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।