কে তুমি আড়ালে বসিয়া আমার হৃদয় লইয়া
খেলিতেছ নিষ্ঠুর খেলা- কে তুমি হে অবতার !
মুখখানি যদি একবারও দেখিতে পাইতাম
কি সুখ পাও তাতে? যদি জানিতাম
তবে নামিয়া যাইত আমার এ দুঃখের ভার ।
নিজ হাতে তুমি ভাঙ্গিয়া আমার ঘর
তব শিয়রে বসিয়া-
চালাও খড়গ হে শক্তিধর।
যদি জানিতাম তোমার কি অভিলাষ
তবে মুগ্ধ করিতাম তোমায় দিয়ে পূর্ণ শ্বাস।
তোমার স্পর্শ যদি জুটিত একবার
তবে ভুলিতাম অভাব, ক্ষণিক অবিচার
নয়ন পরে তোমায় রাখিতাম বাঁধিয়া
তোমারে চাহিয়া জনম জনম মরিতাম কাঁদিয়া ।
অশান্ত প্রলয়, যদি এ হয় তোমার প্রণয়
তবে প্রেম দিয়া তোমায় করিতাম জয়।
তোমার মনোবাঞ্ছা যদি জানিতে পারি একবার
প্রবল উচ্ছ্বাসে আমি মরিতাম বারেবার ।।
কে তুমি হে অবতার-
আমার বক্ষের আধার;
আড়ালে বসিয়া খেলিতেছ নিষ্ঠুর খেলা
যদি জানিতাম তোমার ধারা-
তবে রুধিতাম অশ্রুধারা
তোমারে লইয়া গান গাহিয়া
কাটাইতাম সারাবেলা।
যদি স্বপনেও আসিতে
বিস্মিত নয়নে বাঁধিতে
তবে হে অবতার-
যত দণ্ডবিধি করিতাম গলার হার
শৃঙ্খলিত দেহ ভাঙ্গিয়া করিতাম একাকার।