যেখানে নিত্য সংঘর্ষ, দুর্দৈব্য আজ
সেখানে পাঠাও আমায় হে মহারাজ !!
আঁচলে মুছে দেবো সব চোখের জল
ঘুচিয়ে দেবো অশোভ অযাচিত ছল।।
ডেকে লও তোমার জনতার দরবারে
যেখান রক্তচক্ষুর সেল বিধে অন্তরে।।
দিকে দিকে শোনাব অধার্মিক জনে
পরিতাপ করো সবে যেন নিজ গুনে ।।
কলোসিত জিভ যার পাপ পঙ্কে ক্ষয়
ওগো নাথ বুঝাও তারে নরকের ভয়।।
একবার ছুঁতে দাও আয়ু যার ক্ষীণ
ভার বহি কাঁধে যার ব্যথা সীমাহীন ।।
যে জন বহে নিত্য মর্ম যন্ত্রণার ভার
তার হাতটি শুধু ধরতে চাই একবার ।।
রৌদ্রদগ্ধে যার মরণ যন্ত্রণা দেহ-মনে
বৃষ্টি ঝরাতে দাও তার তৃষিত মরু বনে ।।
যার ঘর নীরস ধোঁয়াটে, ঝরের পূর্বাভাস
দূর করি ভয় তার ফিরাই বাঁচার আশ্বাস ।।
পদাঘাতে মরে যেই জন লাঞ্ছনা সহে
সংকীর্ণ পথ বেয়ে যার রক্ত ঝরে দেহে ।।
সেই জনে আমি যদি না হই সমবেদী
তবে তো নই মানুষ আমি নই দরদী ।।
সকলে প্রজা তোমার, আমি সৈনিক
সাহসী নাবিক, খুঁজে নেবো নির্ভুল দিক।।
কন্টকময় যত পথ আঁকবো কারুকাজ
সেই পথে নামাও আমায় হে মহারাজ !!
১ অক্টোবর, ২০১৭
শ্রীখন্ডি, বনপাড়া, নাটোর