আকাশ কি ডেকেছিলো তোমায়!
কিইবা বলেছিলো কানে কানে ?
কতটা অপ্রেমে হৃদয় করেছো দগ্ধ
রাতের তারারা কি তাও জানে ?
কোথায় ছড়াবে এখন সুরের সূর্যরাগ
ঐ আকাশেও তো জমে ওঠে মেঘ;
কি হতো যদি এভাবেই বাঁচতে
প্রাণের কুটিরে জমিয়ে ক্ষুব্ধ আবেগ!
অভিমান! কতটাই পুষেছিলে ঐ বুকে
বৃষ্টি সুধায় কি ঝরে নাই অবিরত ?
শিল্পীর তো ক্ষয়েক্ষয়ে যাপিত জীবন
বয়ে বেড়ায় বুকে ক্ষত কত শত!!
পৃথিবীর জমিন-জানি সব ধুলায় মলিন
হতাশায় জীবন ভাঙ্গে, হয় অসার-মরুময়
কি হতো যদি নিজেরেই ভালোবাসতে
সুরের মাঝে খুঁজে নিতে এতটুকু আশ্রয়?
আজ সংগীত, নানা ভঙ্গিতে কাঁদে
কান পেতে শোনো মর্মরে তরুদল
তানপুরার ছেড়া তার কবরের পাশে
আকাশের তারারাও বৃষ্টিতে ছলছল ।।
কবিতা-
হারিয়ে গেল সুরের সাদি