আমার দুঃখগুলো তিলকের মত
হৃদয় জুড়ে বিছিয়ে আছে
সরানোর পথ নেই কোনো;
তুমিহীন জীবন-বিষাদে ভরা
মনের গহীনে অজস্র কান্নার ঢেউ
কাঁদবে তুমিও-
যদি কান পেতে শোনো।।
আমার সকল আয়োজন ম্লান-শীর্ণ
লালন করি নিদারুন কষ্টসম
তৃষ্ণায় কাঁদে মরুভূমির মত;
যদি একফোটা স্পর্শ পাই হৃদে
বৃষ্টি ঝরাবো অশ্রু-গীতে
হার মেনে নেব দুঃখ যত ।।